Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে
একনজরে বাজিতপুর থানা-
বাজিতপুর থানা-
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার আয়তন ১৯৩.৭৬ বর্গ কি.মি. যার উত্তরে কটিয়াদী, নিকলী এবং অষ্টগ্রাম থানা, দক্ষিনে কুলিয়ারচর এবং সরাইল থানা; পূর্বে অষ্টগ্রাম এবং নাসিরনগর থানা এবং পশ্চিমে কটিয়াদী থানা দ্বারা বেষ্টিত।
১৮২৩ সালে জমিদারের মালিকানাধীন প্রায় ৩ একর ভুমি নিয়ে বাজিতপুর পুলিশ স্টেশন প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে ১৯৩৭ খ্রিঃ ময়মনসিংহ কালেক্টরেট অফেস কর্তৃক তৎকালীন ঢাকার নবাব বাহাদুর রাজা সূর্যকান্ত, ময়মনসিংহের মুক্তাগাছার আচার্য চৌধুরী এবং জমিদার বাবু হেমচন্দ্র রায়ের নিকট থেকে ২.০৫ একর সম্পত্তি বাজিতপুর থানার নামে অধিগ্রহন করিয়া পুলিশ বিভাগকে প্রদান করেন। অধিগ্রহনকৃত স্থানে থানা ভবন, অফিসার ইনচার্জের বাসভবন, এসআই কোয়ার্টার ও এএসআই কোয়ার্টার রহিয়াছে। বর্তমানে পুরাতন থানা ভবন ভেঙ্গে চার তলা বিষিষ্ট আধুনিক থানা ভবন নির্মানাধীন।
বাজিতপুর থানার আওতাধীন ০১ টি পুলিশ তদন্ত কেন্দ্র, ০১ টি পুলিশ ফাঁড়ি ও ০১ টি পুলিশ ক্যাম্প রয়েছে। সম্প্রসারিত বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে বাজিতপুর থানার বাজিতপুর পৌরসভার ০৯ টি ওয়ার্ডকে ০৩ টি বিটে এবং ১১ টি ইউনিয়নকে ১১ টি বিটে মোট ১৪ টি বিটে বিভক্ত করা হয়। প্রতিটি বিটের দায়িত্বে একজন সাব-ইন্সপেক্টর আছেন এবং তার সহকারী হিসেবে একজন এএসআই ও দুইজন কনস্টেবল দিয়ে ইং- জুলাই/ ২০২০ খ্রিঃ হইতে বিট কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
ভাগলপুর পুলিশ তদন্ত কেন্দ্রঃ-
ভাগলপুর ও এর আশেপাশের এলাকার নিরাপত্তার জন্য আফতাব রহিমা ওয়েল কেয়ার ট্রাস্টের সত্ববান থাকা কুলিয়ারচর-সরারচর সড়কের পাশের তেঘরিয়া মৌজার ৫০ শতক জমি ২৭/১/২০০৫ তারিখে পুলিশ তদন্ত কেন্দ্র প্রতিষ্ঠার জন্য জেলা পুলিশের নামে দান করিলে উক্ত স্থানে ভাগলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সরারচর ও পিরিজপুর ইউনিয়ন দুটি এই তদন্তকেন্দ্রের অন্তর্গত। (তদন্ত কেন্দ্রের ইনচার্জ এর মোবাইল নম্বর- ০১৩২০-০৯৫৫৫৩)
বাজিতপুর শহর পুলিশ ফাঁড়িঃ-
বাজিতপুর দেওয়ানী আদালত ও বাজিতপুর বাজার সহ এর আশেপাশের এলাকার নিরাপত্তার জন্য দেওয়ানী আদালতের ভবনে বাজিতপুর শহর পুলিশ ফাঁড়ির কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। বাজিতপুর দেওয়ানী আদালত এর এজলাস বৃদ্ধি করায় স্থান সংকুলন না হওয়ায় ২০২১ সালের নভেম্বর মাস থেকে বসন্তপুরের একটি ভাড়া বাড়িতে বাজিতপুর শহর পুলিশ ফাঁড়ির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। (শহর ফাঁড়ির ইনচার্জ এর মোবাইল নম্বর- ০১৩২০-০৯৫৫৫৩)
পিরিজপুর পুলিশ ক্যাম্পঃ-
পিরিজপুর বাজারের নিরাপত্তার জন্য জোয়ারিয়া গ্রামের হাজী মহি উদ্দিন আহমেদ তার সত্ববান থাকা ভৈরব-কিশোরগঞ্জ সড়কের পাশে পিরিজপুর মৌজার ৯.৫/৮ শতক জমি ১৮/৫/২০০০ তারিখে পুলিশ ক্যাম্প প্রতিষ্ঠার জন্য জেলা পুলিশের নামে দান করিলে উক্ত স্থানে পিরিজপুর পুলিশ ক্যাম্প এর কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।
বিট পুলিশিং কার্যক্রম-
 প্রতিটি বিটের বিট ইনচার্জ একজন সাব-ইন্সপেক্টর। বিট ইনচার্জকে সহায়তা করার জন্য রয়েছে একজন সহকারী সাব-ইন্সপেক্টর ও দুই জন কনস্টেবল।
বিট নং- ০১ (মথুরাপুর)- বাজিতপুর পৌরসভার ০১, ০২ ও ০৩ নং ওয়ার্ড নিয়ে ০১ নং বিট পরিচালিত হয়ে আসছে। (বিট ইনচার্জ এর মোবাইল নম্বর- ০১৩২০-০৯৫৫৫৯)
বিট নং- ০২ (ভাগলপুর)- বাজিতপুর পৌরসভার ০৪, ০৫ ও ০৬ নং ওয়ার্ড নিয়ে ০২ নং বিট পরিচালিত হয়ে আসছে। (বিট ইনচার্জ এর মোবাইল নম্বর- ০১৩২০-০৯৫৫৬০)
বিট নং- ০৩ (চন্দ্রগ্রাম)- বাজিতপুর পৌরসভার ০৭, ০৮ ও ০৯ নং ওয়ার্ড নিয়ে ০৩ নং বিট পরিচালিত হয়ে আসছে। (বিট ইনচার্জ এর মোবাইল নম্বর- ০১৩২০-০৯৫৫৬১)
বিট নং- ০৪ (হুমাইপুর)- বাজিতপুর থানার ০১ নং হুমাইপুর ইউনিয়নের ০৯ টি ওয়ার্ড নিয়ে ০৪ নং বিট পরিচালিত হয়ে আসছে। (বিট ইনচার্জ এর মোবাইল নম্বর- ০১৩২০-০৯৫৫৬২)
বিট নং- ০৫ (দিলালপুর)- বাজিতপুর থানার ০২ নং দিলালপুর ইউনিয়নের ০৯ টি ওয়ার্ড নিয়ে ০৫ নং বিট পরিচালিত হয়ে আসছে। (বিট ইনচার্জ এর মোবাইল নম্বর- ০১৩২০-০৯৫৫৬৩)
বিট নং- ০৬ (বলিয়ার্দী)- বাজিতপুর থানার ০৩ নং বলিয়ার্দী ইউনিয়নের ০৯ টি ওয়ার্ড নিয়ে ০৬ নং বিট পরিচালিত হয়ে আসছে। (বিট ইনচার্জ এর মোবাইল নম্বর- ০১৩২০-০৯৫৫৬৪)
বিট নং- ০৭ (সরারচর)- বাজিতপুর থানার ০৪ নং সরারচর ইউনিয়নের ০৯ টি ওয়ার্ড নিয়ে ০৭ নং বিট পরিচালিত হয়ে আসছে। (বিট ইনচার্জ এর মোবাইল নম্বর- ০১৩২০-০৯৫৫৬৫)
বিট নং- ০৮ (হালিমপুর)- বাজিতপুর থানার ০৫ নং হালিমপুর ইউনিয়নের ০৯ টি ওয়ার্ড নিয়ে ০৮ নং বিট পরিচালিত হয়ে আসছে। (বিট ইনচার্জ এর মোবাইল নম্বর- ০১৩২০-০৯৫৫৬৬)
বিট নং- ০৯ (হিলচিয়া)- বাজিতপুর থানার ০৬ নং হিলচিয়া ইউনিয়নের ০৯ টি ওয়ার্ড নিয়ে ০৯ নং বিট পরিচালিত হয়ে আসছে। (বিট ইনচার্জ এর মোবাইল নম্বর- ০১৩২০-০৯৫৫৬৭)
বিট নং- ১০ (দিঘীরপার)- বাজিতপুর থানার ০৭ নং দিঘীরপার ইউনিয়নের ০৯ টি ওয়ার্ড নিয়ে ১০ নং বিট পরিচালিত হয়ে আসছে। (বিট ইনচার্জ এর মোবাইল নম্বর- ০১৩২০-০৯৫৫৬৮)
বিট নং- ১১ (পিরিজপুর)- বাজিতপুর থানার ০৮ নং পিরিজপুর ইউনিয়নের ০৯ টি ওয়ার্ড নিয়ে ১১ নং বিট পরিচালিত হয়ে আসছে। (বিট ইনচার্জ এর মোবাইল নম্বর- ০১৩২০-০৯৫৫৬৯)
বিট নং- ১২ (মাইজচর)- বাজিতপুর থানার ০৯ নং মাইজচর ইউনিয়নের ০৯ টি ওয়ার্ড নিয়ে ১২ নং বিট পরিচালিত হয়ে আসছে। (বিট ইনচার্জ এর মোবাইল নম্বর- ০১৩২০-০৯৫৫৭০)
বিট নং- ১৩ (গাজীরচর)- বাজিতপুর থানার ১০ নং গাজীরচর ইউনিয়নের ০৯ টি ওয়ার্ড নিয়ে ১৩ নং বিট পরিচালিত হয়ে আসছে। (বিট ইনচার্জ এর মোবাইল নম্বর- ০১৩২০-০৯৫৫৭১)
বিট নং- ১৪ (কৈলাগ)- বাজিতপুর থানার ১১ নং কৈলাগ ইউনিয়নের ০৯ টি ওয়ার্ড নিয়ে ১৪ নং বিট পরিচালিত হয়ে আসছে। (বিট ইনচার্জ এর মোবাইল নম্বর- ০১৩২০-০৯৫৫৭২)।
তথ্য সূত্রঃ- থানার বিভিন্ন রেকর্ড পত্র। 
ধন্যবাদান্তে- এসআই মোঃ হাফিজুর রহমান, সেকেন্ড অফিসার, বাজিতপুর থানা, কিশোরগঞ্জ।